সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার বর্ণনা দিয়েছেন ঘটনার দিন ওয়াসিমের সঙ্গে একই গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের বড়ভাই সীমান্ত দত্ত।
তিনি জাগো নিউজকে বলেন, গত ২৩ মার্চ শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমসহ আমরা ১০ জন হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। বিকেলে ফেরার পথে ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে উঠি। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে আমাদের বিবাদ হয়। এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার ওপর দিয়ে চলে যায়। ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।