রাজধানীর মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়ের দিকে একটু এগোলেই চোখে পড়বে ভিন্ন রকমের এক ফুটওভার ব্রিজ। অন্য আর দশটা ব্রিজের মতো এতে কোনো সিঁড়ির ধাপ নেই। একটু হেলানোভাবে মসৃণ ছাদটিই যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। তাই এতে উঠতে যেমন বাড়তি শক্তি ব্যয় হয় না, তেমনি নামতেও বেগ পেতে হয় না।
ফুটওভার ব্রিজটির এক প্রান্তে সোহরাওয়ার্দী উদ্যান, অন্য প্রান্তে রমনা পার্ক। এছাড়া দুই পাশেই রয়েছে সবুজেঘেরা গাছ-গাছালি। ফলে ব্রিজের উপরে উঠতে বেশ ভালোই লাগে। কিন্তু কে শোনে কার কথা। এমন সুন্দর একটি ফুটওভার ব্রিজ ফেলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পারাপার হচ্ছে!