নদিয়ার বেথুয়াডহরি মহাশক্তি ক্লাব সংলগ্ন বস্তি এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুক দীর্ঘ সাত দিন টানা জ্বরে ভুগছেন । কোনো নিকট আত্মীয় নেই। অসহায় বৃদ্ধা র এই অবস্থায় বাইরে থেকে এসে কিছু মানুষ তাকে খাবার ছুড়ে দেয়। কেউ তার চি ব‍্য্য্য্য্ প্রতিবেশীরা আশা কর্

Views 16

নদিয়ার বেথুয়াডহরি মহাশক্তি ক্লাব সংলগ্ন বস্তি এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুক দীর্ঘ সাত দিন টানা জ্বরে ভুগছেন । কোনো নিকট আত্মীয় নেই। অসহায় বৃদ্ধা র এই অবস্থায় বাইরে থেকে এসে কিছু মানুষ তাকে খাবার ছুড়ে দেয়। কেউ তার চিকিৎসার ব‍্যবস্থা করে না । প্রতিবেশীরা আশা কর্মীকে বললে দুদিন ধরে তার খোজ নেই। এরপর সংবাদ মাধ্যমের স্মরনাপন্ন হয়। এই কথা প্রশাসনের কানে যেতে নাকাশিপাড়ার ব্লক বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে জানান। ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বেথুয়াডহরি ১ এর প্রধান ঐ বৃদ্ধাকে এসে অ্যাম্বুলেন্সেরকরে হাসপাতালে নিয়ে যায়। তার বর্তমানে স‍্যালাইন চলেছে। সমস্ত পরীক্ষা নীরিক্ষা হচ্ছে বলে প্রধান পার্থ ঘোষ জানান।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS