নদিয়ার বেথুয়াডহরি মহাশক্তি ক্লাব সংলগ্ন বস্তি এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুক দীর্ঘ সাত দিন টানা জ্বরে ভুগছেন । কোনো নিকট আত্মীয় নেই। অসহায় বৃদ্ধা র এই অবস্থায় বাইরে থেকে এসে কিছু মানুষ তাকে খাবার ছুড়ে দেয়। কেউ তার চিকিৎসার ব্যবস্থা করে না । প্রতিবেশীরা আশা কর্মীকে বললে দুদিন ধরে তার খোজ নেই। এরপর সংবাদ মাধ্যমের স্মরনাপন্ন হয়। এই কথা প্রশাসনের কানে যেতে নাকাশিপাড়ার ব্লক বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে জানান। ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বেথুয়াডহরি ১ এর প্রধান ঐ বৃদ্ধাকে এসে অ্যাম্বুলেন্সেরকরে হাসপাতালে নিয়ে যায়। তার বর্তমানে স্যালাইন চলেছে। সমস্ত পরীক্ষা নীরিক্ষা হচ্ছে বলে প্রধান পার্থ ঘোষ জানান।