নিউজিল্যান্ডের ভয়াবহ দুর্ঘটনার দুঃসহ স্মৃতি নিয়ে অবশেষে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বরণ করে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি পরিচালক জালাল ইউনুস এবং ক্রিকেটারদের পরিবার-পরিজনেরা।
বিমান বন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওই সময় কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি এ সময় জানিয়ে দেন, আগামী কিছুদিন খেলাধুলা নিয়ে চিন্তা করতে পুরোপুরি নিষেধ করে দিয়েছি। নিজেদের মত করে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটিয়ে তারা যেন মানসিক বিধ্বস্তের অবস্থা থেকে ফিরতে পারে সে দিকে নজর দিতে বলে দিয়েছি।
বিসিবি সভাপতি নিজের বক্তব্যের শুরুতেই বলেন, ‘ঘটনার পরপর, তখন থেকেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই বুঝতে পারছিলাম যে, ওদের মধ্যে মানসিকভাবে কি যাচ্ছে। সে জায়গায় (হোটেলে) তখন থেকে বসেছিল, কখন তারা দেশে আসতে পারবে এবং কত তাড়াতাড়ি। সে জন্য তারা, একটু রিয়াদ যেটা বলেছে, তারা সারারাত ঘুমাতে পারেনি।’
পাপনের মতে, শুক্রবার থেকেই লম্বা জার্নি শুরু হয়েছে ক্রিকেটারদের। তিনি বলেন, ‘এরপর এই লম্বা বিমান সফর, ওদের জন্য সব মিলিয়ে ২২ ঘণ্টার সফর, এত লম্বা সফর- ওরা সকলেই ক্লান্ত। মানসিকভাবে তারা ভেঙেও পড়েছে অনেকে। আসলে এখন তাদের সঙ্গে খুব একটা কথা বলারও কিছু নেই।’
ক্রিকেটারদের প্রতি বিসিবি বিগ বসের নির্দেশনা কি ছিল সেটা তিনি নিজেই শুনিয়ে দিয়েছেন। পাপন বলেন, ‘আমরা ওদের সকলকে বলেছি, যাও বাসায় যাও। এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠাণ্ডা মাথায়, নিজেদের মত করে যেটা ভালো লাগে, সেভাবে কয়েকটা দিন কাটাও। সবকিছু ঠাণ্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহুর্তে কোনো চিন্তা-ভাবনা করতে না করে দিয়েছি। বলেছি ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমাদের সাথে যদি কারো কোনো সহযোগিতা লাগে, তো আমরা তো আছিই।’
#NazmulHassanPapon #bangladeshcricketteam #jagonews24