হজ প্যাকেজে খরচ বাড়েনি বরং কমেছে : ধর্ম প্রতিমন্ত্রী || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, হজ প্যাকেজে খরচ বাড়েনি। সৌদি সরকার করসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি করলেও সে তুলনায় খরচ বাড়েনি বরং কমেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল (১১ ফেব্রুয়ারি) ঘোষিত প্যাকেজ-১ এর খরচ ৪ লাখ ১৮ হাজার ৫১৬ টাকা ঘোষণা করা হয়। সৌদি সরকার কমবেশি ২৫ হাজার টাকা বৃদ্ধি করায় এ প্যাকেজ হওয়ার কথা ছিল ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা। সে হিসাবে খরচ কমেছে ২৪ হাজার ৪১০টাকা। একইভাবে প্যাকেজ-২-এ গত বছর ছিল ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা, এবার ৩ লাখ ৪৪ হাজার টাকা। সৌদি সরকার এ প্যাকেজে ১২ হাজার টাকা বৃদ্ধি করেছে।’

#jagonews24 #hajj

নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2GCq5C9

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS