বিগত যেকোনো সময়ের তুলনায় এ বছর জাতিকে একটি উত্তম ও শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন মক্কা ও জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান। শুক্রবার (১৭ আগস্ট) চলতি বছরের হজ ব্যবস্থাপনার সর্বশেষ সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চলতি বছর ১ লাখ ২৭ হাজারেরও বেশি বংলাদেশি হজযাত্রীর সকলেই নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন।’ তার জানা মতে, কোনো বাংলাদেশি হজযাত্রী আসতে পারেনি-এমন তথ্য জানা নেই। এছাড়া বিমানের কোনো ফ্লাইট শিডিউল বিপর্যয় ছিল না। তাছাড়া বড় ধরনের কোনো সমস্যাও পাওয়া যায়নি...