দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিম স্বাস্থ্য খাতে ১১ দুর্নীতির উৎস চিহ্নিত করেছে। একই সঙ্গে এসব প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
কমিশনার বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে যেসব জায়গায় দুর্নীতি ঘটে বলে তথ্য রয়েছে সেসব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছি।’
তিনি বলেন, ‘এ ধরনের প্রতিবেদনের কাজ শুরু হয় ২০০৮ থেকে। ২০১৭ সালে ২৫টি টিম গঠন করেছি বিভিন্ন বিভাগকে মূল্যায়নের জন্য। এটি এরই একটি অংশ। আমরা ইতোপূর্বে এনবিআর, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য কতিপয় মন্ত্রণালয়ের ৭/৮টি রিপোর্ট হস্তান্তর করেছি। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ রিপোর্টগুলো সাদরে গ্রহণ করেছেন। সেখানে যে পরামর্শ দেয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে দুর্নীতি দমন ও প্রতিকারমূলক কার্যক্রম তারা গ্রহণ করবেন। ফলে এটি দুর্নীতি দমনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।’
মোজাম্মেল হক খান বলেন, ‘আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে সে রকমই একটি প্রতিবেদন হস্তান্তর করেছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবেদনে কী আছে তা স্টাডি করে দেখব। এটুকু বলতে পারি আগামী দিনগুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। এলিগেশন যেগুলো আছে, দুর্নাম যেগুলো আছে ইনশাআলআল্লাহ আগামীতে ঘুচাব।’
#jagonews24