শিক্ষার পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও নিয়োগ দুর্নীতির (corruption) অভিযোগ। মেডিক্যাল (Medical) টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ- পর্যবেক্ষণ আদালতের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। জলপাইগুড়িতে টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। নাম জড়াল তৃণমূল (TMC) নেতার। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতেও হয়েছে মামলা। আর এ নিয়েই শুরু হয়েছে চাপানউতোর।শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বাগদার চন্দনের পর এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে এফআইআর। অভিযুক্ত সুকান্ত ওরফে গোপাল মাহাতো বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। তাঁর বিরুদ্ধে শিক্ষকের চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না হওয়ায়, টাকা ফেরত চাইলে, অভিযুক্ত প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীর বাবার। যদিও এ নিয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।