বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন সোনালী গুহ (Sonali Guha)। আজ নিজেই একথা জানিয়েছেন তিনি। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় যোগ দেবেন সোনালী গুহ। ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে কথা হয়ে গেছে বলে জানিয়েছেন সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক। সোনালী বলেন, মমতা দিদি আমাকে ছেড়ে যেতে পারলে, আমি কেন পারব না? আমি মুকুল রায়কে ফোন করে বলেছি যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না তবে একটি সম্মানজনক পদ প্রয়োজন। তিনি একমত। আমি অবশ্যই বিজেপিতে যোগ দেব।\" গতকাল ২৯১ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম ছিল না সোনালী গুহর। সাতগাছিয়ায় সোনালীর বদলে মোহনচন্দ্র নস্করকে টিকিট দেয় তৃণমূল। এরপরই একই সঙ্গে অভিমান ও ক্ষোভ উগরে দেন সোনালী। সংবাদমাধ্যমে তিনি বলেন, \"দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম। তাঁর থেকে এটা পাব আমি ভাবিনি। তাঁর সঙ্গে আমার রাজনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক ছিল। তাঁর বাড়িতে ইতিউতি খুঁজলে হয়ত আমার জামাকাপড়ও পাওয়া যাবে। কী আর বলব।\"