West Bengal Assembly Election 2021 | Election Commission: ৭ থেকে ৯ দফায় ভোট রাজ্যে!

LatestLY Bangla 2021-02-26

Views 5

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ বিকেল সাড়ে ৪ টায় সাংবাদিক সম্মলন করবে কমিশন।সূত্রের খবর পশ্চিমবঙ্গে ৭ থেকে ৯ দফায় ভোটগ্রহণ হতে পারে। অসমে হতে পারে ২ দফায়। অন্যদিকে তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ১ দফাতেই ভোটগ্রহণ হতে পারে। সাধারণত মার্চের প্রথম সপ্তাহে পশ্চিবঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষণা করে থাকে কমিশন। এবার আর তা হচ্ছে না। এক সপ্তাহ আগেই তা ঘোষণা হয়ে যেতে পারে। আজ নির্ঘণ্ট ঘোষণা হলে সেই মুহূর্ত থেকেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। অর্থাৎ নাগরিক কল্যাণ মূলক কোনও প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করতে পারবে না রাজ্য সরকার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS