পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মলন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬, যা ২০১৬ সালের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, বেশ কিছু স্পর্শকাতর এলাকায় শুরু হয়ে গিয়েছে রুট-মার্চ। ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে; প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা, রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি দেওয়া হবে। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে, ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে, বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে, পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়।