West Bengal | Covid-19 Report: রাজ্য সরকারের পোর্টাল থেকে ফাঁস কয়েক লাখ করোনা রিপোর্ট

LatestLY Bangla 2021-03-05

Views 370

পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) পরিচালিত একটি পোর্টাল থেকে লিক কয়েক লাখ লোকের করোনা রোগীর (COVID-19 Patients) পরীক্ষার রিপোর্ট। এক সাইবার সিকিউরিটি গবেষক আজ এই দাবি করেছেন। বড়সড় নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি পোর্টেলে থাকার কারণেই এই ঘটনা বল দাবি করেছেন তিনি। সাইবার সিকিউরিটি গবেষক সৌরজিৎ মজুমদার (Sourajeet Majumder) টেকক্রান্চকে বলেছেন যে ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ সরকারের করোনভাইরাস পরীক্ষা কার্যক্রমের অংশ। কোভিড -১৯ পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ার পরে সরকার রোগীর কাছে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে থাকে একটি লিঙ্ক। যাতে ক্লিক করলেই একটি ওয়েবসাইটে গিয়ে দেখা যায় করোনা পরীক্ষার রিপোর্ট। ফাঁস হয়ে যাওয়া ল্যাব রিপোর্টগুলির মধ্যে রোগীর নাম, লিঙ্গ, বয়স, ডাক ঠিকানা, পরীক্ষার ফলাফল (ইতিবাচক বা নেতিবাচক) রয়েছে। সাইবার সিকিউরিটি গবেষকের আশঙ্কা একজন হ্যাকার এই ডেটা অ্যাক্সেস করতে পারে। তিনি বলেন, \"অন্য কেউ যদি আমার ব্যক্তিগত তথ্যে অ্যাক্সেস পান তবে এটি গোপনীয়তা লঙ্ঘন।\"

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS