Coronavirus Cases In West Bengal: ষষ্ঠীর দিনে খাঁ খাঁ রাস্তা তবু বাড়ছে সংক্রমণ

LatestLY Bangla 2020-10-23

Views 46

হু হু করে বাড়ছে সংক্রমণ। পুজো আচ্চার দিনও তা থেকে রেহাই মিলল না। ষষ্ঠীর দিন ঠাকুর দেখার লাইন ফাঁকা থাকলেও করোনা সংক্রমণের (Coronavirus Cases In West Bengal) লাইনে ভিড় উপচে পড়ল। বৃহস্পতিবারের (২২ অক্টোবর) বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৫৭ জন। গতকালের চেয়েও যা বেশি এবং অতি অবশ্যই নতুন রেকর্ড। গত দুদিনের মতো এদিনও রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গেল। সেইসঙ্গে মৃত্যু হয়েছে নতুন করে আরও ৬৪ জনের। তবে আশার আলো বলতে, রাজ্যে এখনও সুস্থতার হার ৮৭.৪৪ শতাংশ। কিন্তু সেই সুস্থতার হারও ধীরেধীরে কমছে।

#Coronavirus #Covid19 #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS