হু হু করে বাড়ছে সংক্রমণ (Coronavirus Cases In West Bengal), পশ্চিমবঙ্গ যেন ভারতের অন্যতম করোনা হটস্পটে পরিণত হয়েচে। সোমবার সারাদিনে সেখানে নতুন করে আক্রান্ত হলেন প্রায় ৪ হাজার। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণে রাশ টানা যাচ্ছে না কোনও মতেই। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ৮৫৮ জন। এর পিছনেই রয়েছে কলকাতা। মহানগরে আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। যার ফলে কলকাতার মোট সংক্রামিতের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৬৩ জনের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী সোমবার সারাদিনে নতুন করোনা রোগী ৩ হাজার ৯৯২ জন।
#Coronavirus #WestBengalCovid19Update #LatestLYBangla