Tejashwi Yadav Meets Mamata Banerjee: \'বিজেপিকে রুখে দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে\', বলছেন তেজস্বী

LatestLY Bangla 2021-03-02

Views 3

বিজেপিকে রুখতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন লালুপুত্র তেজস্বী যাদব (Tejaswi Yadav)। সোমবার নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন তেজস্বী। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ব্যর্থ হলেও হাল ছাড়েননি তেজস্বী। ২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Assembly Election) প্রাক্কালে মমতার সঙ্গে দেখা করে বিজেপিকে রুখতে রাজনৈতিক কৌশলের পাশাপাশি করোনা মোকবিলায় মমতার ভূয়সী প্রশংসা করলেন লালুপুত্র। তৃণমূলের শরিক হয়ে লড়তে চায় আরজেডি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছে সমাজবাদী পার্টি এবং এনসিপি। মমতা ব্যানার্জিকে চিঠি লিখে সমর্থনের কথা জানিয়েছেন অখিলেশ যাদব এবং শরদ পাোয়ার। তেজস্বীর সঙ্গে বৈঠক শেষেই ২৯৪ কেন্দ্রে দলের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতে পারে বলে সূত্রের খবর।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS