রাজ্যে করোনা সংক্রমণের রেশ এখনও কাটেনি, এরমধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুল শুরু হচ্ছে প্রায় দীর্ঘ ১১ মাস পর। তবে স্কুল খোলার প্রথম দিনই বামেদের ডাকা ধর্মঘটের জেরে আতঙ্কে পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কথায়,\"নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আজ থেকে বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন শুরু। কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় কতৃপক্ষকে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমি সমস্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষকদের ও শিক্ষা কর্মীদের শুভেচ্ছা জানাই। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।\" করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার কথা আগেই স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল শিক্ষা দফতর। কেরলে স্কুল খোলার পর কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বাড়ে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে আগেভাগেই নেওয়া হয়েছে সমস্ত পদক্ষেপ।