জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি স্কুল খুলছে রাজ্যে। তবে সমস্ত শ্রেণির ক্লাস এখনই নয়, শুধুমাত্র নবম থেকে দশম শ্রেণির ক্লাস চালু হচ্ছে প্রথমে। স্কুল খোলা এবং কোভিডের জেরে কী কী নিয়ম মেনে চলতে হবে, সেই সংক্রান্ত একটি বিধি প্রকাশিত হয়েছে বিকাশ ভবনের তরফে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১১ মাস পর ১২ ফেব্রুয়ারি; এই সংক্রান্ত ২৮ পাতার গাইডলাইন জারি করেছে স্কুল শিক্ষা দফতর। একগুচ্ছে করোনা বিধি মেনে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে, এক ঘরে সমস্ত পড়ুয়াকে বসার অনুমতি দেওয়া হয়নি। ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুললেও এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে না সশরীরে ক্লাস। বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাব মেনে আপাতত অনলাইনে চলবে উচ্চশিক্ষা, ভোটের আগে স্কুল খোলার সিদ্ধান্ত হলেও জয়েন্ট এন্ট্রান্স হবে ভোটের পর। জয়েন্ট এন্ট্রাস বোর্ড জানিয়েছে, ১১ জুলাই রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রাস, কবে থেকে আবেদন করা যাবে তা এ মাসেই জানানো হবে।