Dal Lake Freezes: ঠান্ডায় জমে বরফ ডাল, তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

LatestLY Bangla 2021-01-15

Views 4

১৪ জানুয়ারি গত ৩০ বছরের রেকর্ড ভাঙল শ্রীনগর, তীব্র ঠান্ডায় জমে বরফ কাশ্মীরের বিখ্যাত ডাল উপত্যকা। শ্রীনগরের তাপমাত্রা ছিল এদিন -৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ১৯৯১ সালের পর তাপমাত্রার পারদ কোনওদিন এতটা নিম্নগামী হয়নি। ১৮৯৩ সালে শ্রীনগরের তাপমাত্রা নেমেছিল -১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। উপত্যকাজুড়ে তীব্র শীতল স্রোতে জুবুথুবু শ্রীনগরবাসী। পহেলগাঁও, অমরনাথ যাত্রা যাওয়ার এই বেস ক্যাম্পে তাপমাত্রার পারদ নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকস্থল গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি, এই এলাকায় তাপমাত্রার পারদ নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর কাশ্মীর, কুপওয়ারাতে তাপমাত্রার পারদ নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, কোকেরাংয়ে তাপমাত্রার পারদ নেমেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ মাইনাসে চলে যাওয়ায় জল সরবরাহের পাইপ জমে বরফ। শহরের একাধিক রাস্তা পুরু বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যহত হয়েছে। উপত্যকায় তীব্র ঠান্ডার জেরে ১৪ জানুয়ারি দিল্লিতেও তাপমাত্রার পারদ নেমেছে ২ ডিগ্রি সেলসিয়াসে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS