বাংলা ছবিতে কামব্যাক পরিচালক হরনাথ চক্রবর্তীর।ছবির নাম 'ডাল বাটি চুরমা (চচ্চড়ি)'। এই ছবিতে এক রাজস্থানি যুবকের ভূমিকায় দেখা যাবে বনিকে। আর উত্তর কলকাতার এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন কৌশানি। 'শুভ বিজয়া', 'অন্তর্জাল', 'রাতের শহরের' সাফল্যর পরে ফের তাঁদের দেখা যাবে। এছাড়া ছবিতে আছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত। এদিন এই ছবি নিয়ে হয়ে গেল এক অনুষ্ঠান সেখানে ছবি নিয়ে উচ্ছ্বসিত বনি-কৌশানি ও রজতাভ।