কৃষক আন্দোলন (Farmes\' Protest) আরও জোরদার করতে দিল্লির হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে গাজিপুর সীমান্ত অর্থাৎ দিল্লি-গাজিয়াবাদ সীমান্ত বন্ধ করে দিয়েছে কৃষকেরা। যার প্রভাবেই গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটেছে। দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে দিল্লির দিকে যেতে গাজিপুর এবং গাজিয়াবাদের রাস্তায় যান চলাচল ব্যাহত। দিল্লি পুলিশ অন্য রাস্তা ব্যবহার করার কথা জানিয়ে দেয়। যদিও আন্দোলন গোষ্ঠী ভারত কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেছেন, \"আমরা কারও অসুবিধে করছি না। গতকাল কৃষকরা দিল্লি-গাজিপুর সড়কে কয়েক মিনিটের জন্য যাত্রীদের সঙ্গে কথা বলছিলেন এবং রাস্তা অবরুদ্ধ করেননি। কৃষকদের অবস্থান বোঝাতে পথযাত্রীদের সঙ্গে কথা বলছিলেন।\" \"৬০০ ট্রাক্টর, ২ হাজার কৃষক দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করতেই রামপুর-মোরাদাবাদ টোল প্লাজার সামনে ৩ থেকে ৪ হাজার উত্তরপ্রদেশ পুলিশ আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছে।\" এমনটাই জানালেন শিরোমনি আকালি দলের মুখপাত্র মঞ্জিদার সিং সিরসা। মোরদাবাদ টোল প্লাজার সামনে প্র