কৃষি সংক্রান্ত \'কালা\' আইন প্রত্যাহার না হলে \'রেল রোকো\' কর্মসূচির পথে হাঁটবেন কৃষকেরা। কৃষক সংগঠন এভাবেই কেন্দ্রকে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিল। সংযুক্ত কিষাণ মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, \"আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চূড়ান্ত সময় দিয়েছি। ১০ ডিসেম্বরের মধ্যে যদি কৃষি আইন প্রত্যাহার না হয় তাহলে রেল রোকো কর্মসূচির পথে হাঁটব আমরা। দেশের মানুষ রেল ট্র্যাকে অবরোধ করবেন। সংযুক্ত কিষাণ সংঘ খুব শীঘ্রই আলোচনা করে দিনটি চূড়ান্ত করবে।\"