আসন্ন কালীপুজো (Kalipuja 2020)। আর কয়েকটা দিন পড়েই শুরু হয়ে যাবে দীপাবলির (Diwali) তোড়জোড়। তবে করোনা আবহে কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় (Alapan Banerjee)। আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’
#Kalipuja2020 #FirecrackersRules #LatestLYBangla