ঘোষণা করেও শেষ মুহূর্তে মুরলীধর সেন লেনে বিজেপির কালী পুজো বাতিল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ২৮ তারিখ মিছিলের ডাক বিজেপির। মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে পুজোর আয়োজন করেছিল মহিলা মোর্চা। বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বৃহস্পতিবারের কালী পুজো বাতিল। পুজো বাতিল করে পরশু পার্থ গ্রেফতারি নিয়ে মিছিলের ডাক বিজেপির।