দুর্গাপুজো (Durga Puja) শেষ হতে না হতেই বাঙালির (Bangali) ঘরে তোরজোড় শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর (Laxmi Puja)। ঘরে ঘরে এই পুজো হয় কোজাগরী পূর্ণিমার (Kojagari Purnima) দিনে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর (Devi Laxmi) আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার। গৃহস্থ ছাড়াও যে সব মণ্ডপে দুর্গাপুজো হয়, সেখানেও বেশিরভাগ সময়ে লক্ষ্মী পুজো হয়ে থাকে।
#LaxmiPuja2020 #KojagoriLokkhiPujo2020 #LatestLYBangla