তৃণমূল-বিজেপি সংঘর্ষ সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী

ANM News 2020-08-17

Views 6

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাঁচখুরি বুরাপাট। ঘটনায় ৪ বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে বলে বিজেপির দাবি। বিজেপির অভিযোগ রবিবার বিকেলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিন উপলক্ষে তারা কর্মসূচির আয়োজন করেছিল। সেই কর্মসূচি বিকেল নাগাদ শুরু হতেই হঠাৎ তৃণমূল কর্মী সমর্থকরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়, মারধর করা হয় তাদের। এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়, তান্ডব চালানো হয় অনুষ্ঠান মঞ্চে বলেও অভিযোগ বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। যদিও এ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, তৃণমূলের দলীয় কার্যালয়ে কর্মসূচি ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা ওই কর্মসূচিতে যোগ দিতে আসার সময় বিজেপি কর্মীরা তাদের কটুক্তি করে। এমনকি লাঠিসোটা নিয়ে তৃণমূল কর্মীদের উপরে প্রথমে হামলা চালানো হয়। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বুড়াপাট। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS