বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে বিবেকানন্দ বিদ্যাপীঠের বুথে বহিরাগতদের জমায়েত, ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে ধুন্ধুমার। বুথের বাইরে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে হাজির তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে ঘিরে পাল্টা বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দু’ পক্ষের মধ্যে হাতাহাতি। এলাকায় উত্তেজনা। কবি কেশবলাল বিদ্যাপীঠের ভোটকেন্দ্রেও উত্তেজনা। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তৃণমূলের প্রার্থী পাপাই রাহার। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বহিরাগতদের আনার অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।