করতোয়া নদীর এক পাড়ে দিনাজপুরের ঘোড়াঘাট, অন্যপাড়ে গাইবান্ধার পলাশবাড়ী। এ দুই পাড়ের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি একটি সেতুর দাবি।
উত্তরাঞ্চলের দিনাজপুরের ঘোড়াঘাট ও গাইবান্ধার পলাশবাড়ীকে ভাগ করে রেখেছে করতোয়া নদী। দু’পাড়ের মানুষের সরাসরি স্থল যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় পানিপথেই মাধ্যম। আর পারাপারে একমাত্র ভরসা নৌকা।
গ্রীষ্ম-বর্ষা-শীত যাই থাকুক না কেন বহু বছর ধরে একইভাবে চলছে পারাপার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি সেতুর দাবি স্থানীয়দের।
সেতুটি নির্মান হলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বাজারজাত করণের দূর্ভোগ কমবে বলে জানান এলাকাবাসী।