একসঙ্গে হাজারো মানুষের ইফতার বায়তুল মোকাররমে | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এ আয়োজনে রোজার প্রথম দিনেই মঙ্গলবার (৭ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইফতার করেন প্রায় দুই হাজার মানুষ। কোনও ভেদাভেদ ছাড়াই এখানে একসঙ্গে ইফতার করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারীদের জন্যও রয়েছে পৃথক স্থানে ইফতার করার ব্যবস্থা। ইফতারের মেন্যুতে ছিল খেজুর, ছোলা, মুড়ি, জিলাপি, বেগুনি, পেঁয়াজু, কলা, শসা, শরবত।

প্রতিদিনই এ আয়োজন থাকবে বলে জানিয়েছে ইফা। তবে খাবারের মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুসল্লিরা।

দীর্ঘদিন ধরেই এখানে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। তবে বড় পরিসরে ইফতারের এ আয়োজন শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, ‘প্রথম রোজা, তাই দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে। তবে প্রতিদিনই লোক বাড়বে। রমজানের আগেই টেন্ডারের মাধ্যমে ইফতার সরবরাহের কাজ দেওয়া হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান মসজিদে পৌঁছে দেওয়ার পর আমাদের লোকজন সেগুলো বণ্টন করেন।’

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS