দোষীদের বিচার না হওয়ায় দেশে শিশু নির্যাতনের সংখ্যা বেড়ে যাচ্ছে। পুলিশ ও বিচার বিভাগ কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। পরিসংখ্যান তুলে ধরে এমন পর্যবেক্ষণ জানান আলোচকরা। বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জানান, বাংলাদেশে বিভিন্ন ঝুঁকিতে থাকা প্রায় ৩৫ লাখ শিশুর পুষ্টি, শিক্ষাসহ সব অধিকার নিশ্চিত করা হবে। বিস্তারিত আনজাম খালেকের প্রতিবেদনে।