Amarnath Cloudburst: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, নিখোঁজ বেশ কয়েকজন

ABP Ananda 2022-07-09

Views 527

অমরনাথে মেঘভাঙা বৃষ্টি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, নিখোঁজ বেশ কয়েকজন। সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্‍ শুরু হয় মেঘভাঙা বৃষ্টি।মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। পুণ্যার্থীরা জানিয়েছেন, মিনিট দশেকের মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান বেশ কয়েকজন। জলের তোড়ে নেমে আসে বড় বড় পাথর। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে NDRF।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS