অজ্ঞাত রোগে আক্রান্ত মানিকগঞ্জের মরিচ গাছ

Rezowan 2015-02-10

Views 13

2013_06_06
অজ্ঞাত রোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কয়েক’শ বিঘা জমির মরিচ গাছ মরে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকরা। কৃষি বিভাগের কর্মকর্তাদের জানালেও তাদের পরামর্শে কোন কাজ হয়নি বলে অভিযোগ চাষীদের।

শিমুলিয়া ইউনিয়নের কৃষকদের প্রধান ফসল মরিচ। এর চাষ করেই সারা বছরের সংসার খরচ ওঠে। ফলন ভালো হলেও হঠাৎই মড়ক লাগে গাছে। প্রথমে জমির মরিচ গাছের কান্ড কালো রং ধারণ করে পরে শেকড়ে পচন লাগে। এতে দশ দিনের মধ্যেই মরে যায় গাছ।

চাষীদের অভিযোগ কৃষি বিভাগকে জানানোর পরও কর্মকর্তারা মাঠে না আসা ও সঠিক পরামর্শ না দেয়ায় তারা ক্ষতির মুখে পড়েছে।

অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা জানান, এটি এক ধরণের ভাইরাসের প্রাদুর্ভাব যা মোকাবেলায় সব ধরণের পরামর্শ দেয়া হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS