এগুলি মরিচ মুরগি তৈরির উপাদানসমূহ আমরা অর্ধ কিলো মুরগি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, আমরা নুন, সাদা তেল, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, আদা পেস্ট, জিয়ারলিক পেস্টও নিয়েছি। আমি টমেটো সস মরিচের সস, সয়া সসও নিয়েছি। মরিচ মুরগি তৈরি করতে আমাদের এই উপাদান দরকার