সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৮কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় ৪ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে উপাচার্যকে অবরোধ করে রাখা হয়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের এ কর্মসূচিকে অযৌক্তিক বলে তা প্রত্যাহারের আহ্বান জানান। বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধরা তালা খুলে দেয়।
গত বছর ইভটিজিংয়ের দায়ে নূরে আলম সবুজ নামের ওই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। http://www.somoynews.tv/details.php?id=762