ভারত, তুরস্ক, ও চীন বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী

Somoy Media Limited 2012-10-08

Views 1

সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৮
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সহজীকরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। রোববার দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, এমসিসিআই'র আয়োজনে বাণিজ্য সহজীকরণের বিষয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত, তুরস্ক, চীনের মত দেশগুলো বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। সেমিনারে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিতে বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী বলেন, শুল্ক আদায়ের ব্যাপারে এনবিআরের সাথে আলোচনা করা হবে। বন্দরের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। তিনি আরো বলেন, ভারতের সাথে বেশ কয়েকটি বন্দর চালুর কথা থাকলেও ভারতের অপারগতায় তা সম্ভব হচ্ছে না।

http://www.somoynews.tv/details.php?id=723

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS