সন্ত্রাসবাদ এবং মাদক পাচার রোধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং পেরু

Somoy Media Limited 2012-10-07

Views 8

সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৭
সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে এবং মাদক পাচার রোধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং পেরু। শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা পেরুর প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এ ব্যপারে একমত হন। প্রেসিডেন্টের সাথে আলোচনার পর প্যানেট্টা বলেন, এ অঞ্চলের অবৈধ কার্যক্রম রুখতে এখন থেকে যুক্তরাষ্ট্র ও পেরু একসাথে কাজ করবে। এর পরপরই পেরুর প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এসময় প্রতিরক্ষা খাতে দু'দেশের সম্পর্ক জোরদার করতে নতুন চুক্তির ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন তারা। আলোচনা শেষে ওই দিনই লিওন প্যানেট্টা উরুগুয়েতে আঞ্চলিক এক সভায় যোগ দিতে পেরু ত্যাগ করেন।

http://www.somoynews.tv/details.php?id=677

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS