সুকান্তের 'জিহাদি' মন্তব্যের পর তাঁকে তুলোধনা করে তৃণমূলের নেতারা। এদিন তাঁদের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন 'সুকান্ত মজুমদার তৃণমূলকে জিহাদি বলেছে বেশ করেছে আমি রোজ বলি'।