বাবা-মায়ের কুড়ি বছরের গঙ্গাসাগর পুণ্যস্নানের স্বপ্ন পূরণ ছেলে

ETVBHARAT 2025-01-14

Views 0

বাবা-মায়ের স্বপ্নপূরণ করলেন ছেলে ৷ কুড়ি বছর ধরে তাঁদের স্বপ্ন ছিল গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন ৷ মঙ্গলে মকর সংক্রান্তির সকালে ছেলে বাবা-মাকে গঙ্গাসাগর এনে তাঁদের স্বপ্নপূরণ করলেন ৷ বহু বছর ধরে শারীরিক অসুস্থতা ও নানা সমস্যার কারণে গঙ্গাসাগরে আসাই হচ্ছিল না ওই বাবা-মার। তবে এবার ছেলে গৌরি শঙ্কর সাধু বয়স্ক বাবা ও মাকে নিয়ে এসেছেন গঙ্গাসাগরে। সুদূর ছত্তিশগড় থেকে মাকে হুইল চেয়ারে বসিয়ে কপিলমুনির দর্শন ও সাগর স্নান করাতে নিয়ে এসেছেন তিনি। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে গৌরিশঙ্করের বাবা ও মায়ের ইচ্ছে ছিল একবার হলেও মকরসংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে এসে তাঁরা মকরস্নান করে পুণ্য অর্জন করবেন ৷ 

গৌরি শঙ্কর বলেন, "গত কয়েক বছর এই মকর সংক্রান্তি তিথিতে মায়ের শরীর সুস্থ ছিল না ৷ মা শুধুমাত্র মনের জোরকে সঙ্গী করে গঙ্গাসাগরে এসেছে। শেষ পর্যন্ত এই পুণ্যভূমিতে আসতে পেরে আমি খুব আনন্দিত।" বাবা চলাফেরা করতে পারলেও মা ভীষণ অসুস্থ, তাই তাঁকে হুইল চেয়ারে বসিয়েই তীর্থে নিয়ে এসেছেন গৌরিশঙ্কর। খুশি তাঁর বাবা-মাও। এখানে আগামী দু'দিন থেকে পুণ্যস্নান সেরে বাবা কপিলমুনির মন্দিরে পুজো দেবেন পরিবারের সকলের মঙ্গল কামনায়। এরপর রওনা দেবেন বাড়ির উদ্দেশে। তার পাশাপাশি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি ছেলে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS