মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা

STARLINK MUSIC 2024-11-28

Views 7

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা
কিছু কথা হাওয়ার বুকে কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির দেয়ালে
আমি এখন পোড়া মাটির হিম কন্যা ঘুমাও বিদেশে

দিন ছিল সব বাঁধনহারা ঘূর্ণি ছিল মনে
প্রথম দেখার বর্ষা এলো মেঘের আলাপনে
মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হল
পা বাড়াতে আমার শহর ভীষণ এলোমেলো

শান্ত দুপুর নিঝুম শহর বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আড়াল করে রাখা
আড়াল ভেঙ্গে ভিড়ের মাঝে সবই গেলো মিশে
আমি এখন পোড়ামাটির হিম কন্যা ঘুমাও বিদেশে

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS