তাড়াশে ৩০০ বছরের পুরোনো বটগাছ | SIRAJGANJ | Today News
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা নওগাঁ বাজারে কালের সাক্ষী কয়েক শ বছরের পুরোনো বটগাছেরের মেল বন্ধন প্রায় ৩০০ বছরের অধিক সময়ের। প্রজন্ম থেকে প্রজন্ম কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে রহস্যময় এই বট গাছটি। প্রায় ৫ থেকে ৬ একর জমির ওপরে শাখা-প্রশাখা ছড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে এই পুরাতন বটগাছটি।