প্রশাসনের উদ্যোগে মানব পাচার বিরোধী সচেতনতামূলক শিবির
মানবপাচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ভক্তিনগর থানার পুলিশের তরফে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিলিগুড়ি ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় মঙ্গলবার আয়োজিত হয় এই শিবির। উপস্থিত ছিলেন এসিপি মহম্মদ ফারুক, ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী সহ ভক্তিনগর থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
#newsmetrobangla #newsfeed #NewsUpdate #Siliguri #siliguripolice #WBP #TrafficOfficers