হাদীস নং ৩। সংক্ষিপ্ত ৪০ হাদীস বাংলায়। (তুমি তোমার যাকাত আদায় করো)

Views 0

রাসূলুল্লাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি আমার উম্মতের ফায়দার কথা চিন্তা করে, চল্লিশটি হাদীস মুখস্থ করবে, কিয়ামত দিবসে সে আলেম এবং শহীদগণের জামাতের সঙ্গে উঠবে। তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন।’

হযরত সায়্যেদুল মুরসালীন (সা.)-এর মুখনিঃসৃত বাণী থেকে নির্বাচিত ৪০ হাদীস যা সহজেই আমরা সকল বয়সীরা মুখস্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদের সকলকে ৪০ হাদীস মুখস্ত করা ও এই হাদীসের উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।

এই ভিডিওতে নিম্নোক্ত ৩নং হাদীসটি উল্লেখ করা হয়েছে।

৩। اَدُّوْا زَكٰوتَكُمْ
অর্থঃ তুমি তোমার যাকাত আদায় করো।
ব্যাখ্যা: কেননা যাকাত গরীবদের সাহায্য করার উদ্দেশ্যে হয়ে থাকে এবং নিজ সম্পদকে পবিত্র করে ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS