অনুষ্ঠিত ২-য় তম আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতা ২০২৩ -এর বিস্তারিত।

Views 0

ভারতবর্ষের একমাত্র অথেন্টিক ক্যারাটে ক্রীড়া সংগঠন, "ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া" দ্বারা স্বীকৃতপ্রাপ্ত ও তার রাজ্য সংস্থা কর্তৃক মনোনীত, বিশ্বস্ততায় ভরপুর কোচবিহার জেলার একমাত্র বৈধ ক্যারাটে ক্রীড়া সংগঠন, "স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ কোচবিহার" এবং পশ্চিম বঙ্গের সর্ববৃহৎ সু-প্রতিষ্ঠিত ও খ্যাতনামা ক্যারাটে ক্রীড়া সংগঠন, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" এর পরিচালন ও ব্যবস্থাপনায়, গত ৩১ ডিসেম্বর ২০২৩ ইংরেজি তারিখ রবিবার, দিনহাটা ১-নং ব্লকের অন্তর্গত, বড় আটিয়াবাড়ী ১-নং গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত, জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, মহাসমারোহে ও মহাসাড়ম্বড়ে স্ব-প্রসংশিত সাফল্যায়িত রূপে অনুষ্ঠিত হয়ে গেল, অফিসিয়ালি "২-য় তম আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতা বনাম রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা বাছাইপর্ব ২০২৩"। অনুষ্ঠিত এই ক্যারাটে প্রতিযোগিতায় কোচবিহার জেলার সাথে সাথে, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা গুলো থেকে দু'শোর অধিক ক্যারাটে প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলো।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS