আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু | Allahu Allahu Tumi Jallejalalu | Folk Song | Shirajul Islam

Islamic Life 2024-03-23

Views 9

#পল্লীগীতি #Folk_Song #Hamd
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
Original Artist- Abdul Alim
Lyrics & Tune- Shirajul Islam

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)

তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।

তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার উপর দিলে
মাটির মানুষকে সন্মান।।

শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।


#পল্লীগীতি #Folk_Song #Hamd

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS