অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবার উপোস ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রামজন্মভূমি মন্দির চত্বরেই নিজের ১১ দিনের উপোস ভাঙেন প্রধানমন্ত্রী। স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের হাত থেকে চরণামৃত পান করে ১১ দিনের উপোস ভাঙেন প্রধানমন্ত্রী।