মানবিক কারণে শিগগিরই যুদ্ধ বিরতি করা হোক। গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে,তা থেকে মানুষকে রক্ষা করতে যুদ্ধ বিরতি ছাড়া আর কোনও রাস্তা নেই। রাষ্ট্রসংঘের তরফে ইজরায়েলের কাছে ফের এমনই আবেদন জানানো হল। রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতির আবেদনের প্রেক্ষিতে এখনও সম্মতি জানানো হয়নি ইজরায়েলের তরফে।