চার বছরের ছেলেকে দেখলে তাঁর প্রাক্তন স্বামী ভেঙ্কট রমনের কথা মনে পড়ে। ছেলের মুখের সঙ্গে ভেঙ্কটের মিল থাকায়, সন্তান যেন তাকে বার বার পূর্ব জীবনের কথা মনে করিয়ে দিতে থাকে। নিজের বন্ধুবান্ধব, ঘনিষ্ঠদের কাছে প্রায়শই এই ধরনের কথা বলত বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইও সূচনা শেঠ।