পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ নামকীর্তন সমিতির পাঁচ দিনব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ উপলক্ষে মেলা
নদীয়ার নাকাশিপাড়া পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া শ্রীশ্রী রাধা গোবিন্দ নাম কীর্তন সমিতির বিংশতিতম বর্ষ তারকব্রহ্ম মহানাম যজ্ঞের নাম কীর্তন শুরু হল । লীলা কীর্তন বাউল গান কবিগানের ও আয়োজন করা হয়। এই উপলক্ষে মেলা বসে বহু ভক্তের সমাগম এবং নর নারায়ন সেবার আয়োজন করা হয়