তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ গ্রন্থ ও অবলম্বনে নির্মিত ত্রিমাত্রিক (3D) চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জীবনী অবলম্বনে ত্রিমাত্রিক চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।