Andhra Pradesh Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু পৌঁছল ১৪-তে

LatestLY Bangla 2023-10-30

Views 0

ফের ভয়াবাহ ট্রেন দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। আলামান্দা-কানকাটাল্লীর কাছে হওয়া এই ট্রেন দুর্ঘটনায় পরপর ৩টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যার জেরে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আহতও হন অনেকে। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS