কিভাবে কবর জিয়ারত করতে হয়? – how to visit the grave in islam - Sheikh Abdur Rahman Madani
How to visit the grave
কবর জিয়ারতের নিয়ম:
পবিত্র অবস্থায় কবরস্থানে গিয়ে প্রথমে সালামের উল্লেখসহ উল্লিখিত দোয়াগুলোর যেকোনো একটি পড়বেন। এরপর দরুদ শরিফ, সুরা ফাতিহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি পাঠ করবেন। এ ছাড়া অন্য যেসব সুরা আপনার মুখস্থ আছে ও আপনার কাছে সহজ মনে হয় সেগুলো পড়ে কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করবেন।